রাজবাড়ী জেলার কৃতি সন্তান প্রখ্যাত চিকিৎসক, সমাজসেবক, দানবীর ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ডা. আবুল হোসেনের আজ জন্মদিন।
বিশিষ্ট এই সমাজসেবক ১৯৩৪ সালের ২০ নভেম্বর রাজবাড়ী জেলার ভবদিয়া গ্রামে জন্ম গ্রহন করেন।
তার জন্মদিন উপলক্ষে জেলা শহরের ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষক মিলনায়তনে জন্মদিনের অনুষ্ঠান এবং কলেজের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। তার সহধর্মিণী বেগম নুরজাহান হোসেন ও তার সন্তান এবং আত্মীয়-স্বজন সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।