রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি।
২০ নভেম্বর ২০২০ ইং শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে স্থানীয় আক্কাস, বাবু, ওয়াছেল বেপারী সহ কয়েকজন জেলে। এ সময় তাদের জালে বিশাল আকৃতির এই বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য ফেরি ঘাটে আনা হলে, ৯০০ টাকা কেজি দরে ২২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেই।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা আরো বলেন, লাভের আশায় মাছটি ক্রয় করেছি, সামান্য লাভ পেলে মাছটি বিক্রি করে দিব।
জেলে আক্কাস বেপারী বলেন, আমার জালে বড় ধরনের মাছ পড়েছে, কিন্তু ২৫ কেজি ওজনের এতো বড় মাছ এই প্রথম। এতো বড় মাছটি পাওয়ায় আমি খুব খুশি হয়েছি।
স্থানীয় দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ীরা আরো জানান, এ নদীতে মাঝে মধ্যেই এখন এ ধরনের বড় বড় মাছ গুলো ধরা পড়ে ।
ফিরোজ আহমেদ
গোয়ালন্দ