পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে ২০নভেম্বর এস.আই/মোঃ কামাল হোসেন, এসআই/ননী গোপাল সরকার, এসআই/আঃ কাদের, এএসআই/মোঃ বাবুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মৃত মকবুলের ছেলে ননজিআর-৭০/২০ আসামী মন্টু মন্ডল (৪০), মৃত জব্বার মন্ডলের ছেলে নাদের মন্ডল (৪২) সিআর ১৬৭/২০ এর আসামী, মোঃ মোশারফ মল্লিক তোফাজ্জেলের ছেলে ওয়াহিদুর রহমান (২৮) ও পিতা- আজিজ বিশ্বাসের ছেলে সিআর নং-৫৫৩/১৯ এর আসামী এবং মৃত মোতালেব খাঁ এর ছেলে চুরি মামলার আসামী মোঃ বাবু খাঁ ওরফে খাজা ময়নুদ্দিন বাবু (৪৫) গ্রেফতার করেন এবং অদ্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।