নতুন কারিকুলামে নবম-দশম শ্রেণীতে থাকছে না বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ বিভাজন। সব শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়েই সমাপ্ত করবে স্কুল জীবন। জাতীয় সংসদে এমনটিই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জানান, এটি কার্যকর হবে ২০২২ সাল থেকে। আর শিগগিরই চূড়ান্ত কারিকুলাম প্রকাশ করা হবে।
দীর্ঘদিন ধরে নবম-দশম শ্রেণি থেকেই মানবিক-বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে আলাদা করে শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
তবে এবার পরিবর্তন আসতে যাচ্ছে এ শিক্ষাক্রমে। এখন থেকে মাধ্যমিকে আর থাকছে না বিভাজন। মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশনে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড বিল ২০২০’ পাশের আগে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষাক্রমের পরিবর্তন শুরু হবে ২০২২ সাল থেকে। আর নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন উঠে যাবে ২০২৪ সাল থেকে। একীভূত পাঠদানের জন্যই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি।
এনসিটিবি চেয়ারম্যান জানান, একাদশ শ্রেণি থেকে তিন বিভাগের যেকোনোটিতে পড়তে পারবেন শিক্ষার্থীরা।