মোঃ শামীম বিশ্বাস।।
গতকাল (২৩ জুলাই) বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী হঠাৎ অসুস্থ হলে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।
তিনি একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট ওয়াজেদ চৌধুরীর ভাই, রাজবাড়ী জেলা পরিষদের জ্যেষ্ঠ সদস্য, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বরাট ভাকলা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক।
মোঃ হাসান ইমাম চৌধুরীর গতকাল (২৩ জুলাই) বৃহস্পতিবার সকালে হঠাৎ স্বাস্থ্যের অবনতি ঘটে। এর পরপরই তাঁকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। বর্তমানে অক্সিজেন সাপোর্টে আছেন তিনি।
তাঁর পরিবার রাজবাড়ী জেলাবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।