দৌলতদিয়া ৩নং ওয়ার্ড মেম্বার আইয়ুব আলী খাঁনের শপথ গ্রহণ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আইয়ুব আলী খাঁন আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলা পরিষদ হল রুমে শপথ গ্রহণ করেছেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা।

গোয়ালন্দ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০ জুন ২০২০ ইউপি মেম্বার রাশেদুল ইসলাম (পান্নু মোল্লা) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করায় উপজেলা নির্বাচন কমিশন ওই ওয়ার্ডের আসন শূন্য ঘোষনা করেন।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র আহ্বান করে নির্বাচনী তফশীল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশন। তফশীল অনুযায়ী নির্ধারিত দিনে মোঃ আইয়ুব আলী খাঁন, রফিকুল ইসলাম, মোঃ খোকন মোল্লা, মোঃ হারুন মোল্লা মনোনয়নপত্র জমা দেন। বিধি অনুসারে যাচাই বাছাই করে ৪ জন প্রার্থীই বৈধ হিসেবে বিবেচিত হন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর রফিকুল ইসলাম, মোঃ হারুন মোল্লা, মোঃ খোকন মোল্লা, উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন। ফলে একজন প্রার্থী আইয়ুব আলী খাঁন থাকায়, তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।
উল্লেখ থাকে যে, দৌলতদিয়ার ৩নং ওয়ার্ডে ২০ অক্টোবর ২০২০ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg