রাজবাড়ীতে ডিবির অভিযানে রাজবাড়ী সদর থেকে ৪২৫ পিস ইয়াবা সহ ৪ জন এবং গোয়ালন্দ থেকে ৪৫ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনা অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী মোঃ ওমর শরীফ ও পুলিশ পরিদর্শক (নিঃ)/ উত্তম কুমার ঘোষ, জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মিলন চন্দ্র বর্মন, সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানাধীন আগমারাই সাকিনস্থ জনৈক মওলা মল্লিক এর বসত বাড়ীর পূর্ব পাশ্বে কাঁচা রাস্তা উপর হইতে আশিক এর নিকট হইতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো হালকা গোলাপী রংয়ের ২২০(দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, আলামিন হোসেন এর নিকট হইতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো হালকা গোলাপী রংয়ের ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট, ইনছান হোসেনের নিকট হইতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো হালকা গোলাপী রংয়ের ৮০(আশি) পিস ইয়াবা ট্যাবলেট, এবং মোঃ রাসেল তপেদার এর নিকট হইতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো বাদামী রংয়ের ২৫(পচিশ) পিস মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করা হয়। সর্বমোট-২২০+১০০+৮০+২৫= ৪২৫(চারশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মোট মূল্য-৬৬০০০+৩০০০০+২৪০০০+৭৫০০= ১,২৭,৫০০ (এক লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা।
অপর অভিযানে – রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃবদিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানাধীন কাজীপাড়া ৬ নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়া সাকিনস্থ বাবু সরদার পিতা-মৃত লোকমান চেয়ারম্যান এর মুরগির হ্যাচারির সামনে মেহগনি বাগানের মধ্যে হতে অভিযান পরিচালনা করে মো: আজাদ শেখের ছেলে আসামি মোঃ মিরাজ শেখ (২৫) নিকট হইতে ৪৫ পিস হালকা লালচে রঙের ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। ইয়াবার মূল্য ১৩ হাজার ৫০০ টাকা।