গত কয়েকদিনে কাতারজুড়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক হাজারের বেশি মানুষ। এদের মধ্যে কাতারি নাগরিকদের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশি কর্মীও রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে কাতারের আইন অনুসারে ব্যবস্থা নিচ্ছে কাতার পাবলিক প্রসিকিউশন।
এ ব্যপারে কাতার পুলিশ তাদের এক বিবৃতিতে জানিয়েছে , করােনাভাইরাস প্রতিরােধে কাতারজুড়ে ঘরের বাইরে থাকাকালে মাস্ক পরার যে বাধ্যবাধকতা রয়েছে , তা অমান্যকারীদের ধরতে এ আটক অভিযান চলছে এবং কোনাে গাড়িতে চালকসহ ৪ জনের বেশি যাত্রী থাকলে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে।
গতকাল বুধবার পর্যন্ত কাতার পুলিশের হাতে মাস্ক না পরার কারণে আটক হয়েছেন ৯৬৪ জন । আর গাড়িতে চারজনের বেশি থাকায় আটক হয়েছেন আরও ৪৮ জন । এ সংক্রান্ত গ্রেফতারের ব্যপারে প্রতি ২৪ ঘন্টা পর পর কাতার পুলিশ প্রতিদিনের আটক সম্পর্কে আপডেট প্রকাশ করে থাকে ।