শিরোনাম
গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি আটক গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গোয়ালন্দে সঞ্চারণ সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষককে অফিস থেকে বের করে দেওয়া সেই দুই কর্মকর্তাকে বদলি কখনো ম্যাজিস্ট্রেট, কখনো মেজর পরিচয়ে প্রতারণা করতেন মুক্তা পারভিন প্রেম করে বিয়ে, স্বামীর হাতেই মৃত্যু  ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ টি ফেরি ও ২২ টি লঞ্চ চলাচল করবে শাশুড়ীকে হত্যার দায়ে পুত্রবধূ ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ফেরি পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// নাব্যতা সংকট ও ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক ফেরিপারাপার ব্যহত হচ্ছে। আজ ১৭ নভেম্বর বেলা ১১টার সময় সরেজমিনে দেখা যায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত বিভিন্ন
গাড়ি।

এতে ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ইউনিয়ন বোর্ড পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার চারলেন রাস্তার একপাশে গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া একটি ব্যস্ততম নৌপথ। প্রতিদিন সেখানে কয়েক হাজার
বিভিন্ন গাড়ি ফেরিপারাপার হয়। বর্তমান ওই নৌপথের বিভিন্ন পয়েন্টে ছোট-বড় অনেক চর জেগেছে। অন্যদিকে বহরে থাকা শাহ্ মখদুম ও এনায়েতপুরী নামের দুটি রো রো (বড়) ফেরি প্রত্যাহার করে মাওয়ায় নিয়ে যাওয়া হয়েছে। শাহ্ পরান নামে অপর একটি বড় ফেরি বিকল হয়ে পড়ে আছে। পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে ওই ফেরিটির মেরামত কাজ চলছে। নাব্যতা সংকট, ফেরি স্বল্পতার পাশাপাশি বিভিন্ন
গাড়ির চাপ বেড়ে দৌলতদিয়া ঘাটে যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে সেখানে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপার করায় পণ্যবাহী ট্রাকগুলো দিনের পর দিন দীর্ঘ সিরিয়ালে আটকা পড়ে থাকছে।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহাবুব আলী সরদার বলেন, ঘাটের গুরুত্ব বিবেচনায় এই নৌপথে প্রয়োজনীয় সংখ্যক বড় ফেরি নেই।
নাব্যতা সংকটের কারণে চলাচলকারি ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। পাশাপাশি ঢাকাগামী বিভিন্ন গাড়ির চাপ বেড়ে দৌলতদিয়া ঘাটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg