জহুরুল ইসলাম হালিম//রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোররাতের দিকে বিপ্লব হালদার নামের এক জেলের জালে ধরা পড়ে এ মাছটি।
বিপ্লব হালদার বলেন, এই মৌসুমে এবারই প্রথম নদী থেকে এত বড় মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সাকিল, সোহান মৎস্য আড়ৎ এর আড়ৎদার মোঃ শাহজাহান শেখ ১৫ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।
বিপ্লব হালদার বলেন, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যান তিনি। ভোররাতের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে, মাছটি নিয়ে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটে পৌঁছাতেই আড়ৎদার মোঃ শাহজাহানের নজরে আসে। নদীতে বড় পাঙ্গাশ মাছ ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন কয়েকজন ব্যাপারী। মাছটি নিলামে উঠলে সর্বচ্চ ১হাজার টাকা দরে মাছটি ক্রয় করেন মোঃ শাহজাহান শেখ নামে ওই মৎস্য আড়ৎদার।
আড়ৎদার মৎস্য ব্যবসায়ী মোঃ শাহজাহান শেখ বলেন, মাছটি ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি করবেন বলে আশা করছেন।