বিশেষ প্রতিনিধি।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া গ্রামে ২২ জুলাই বুধবার রাত ১০ টায় অভিযান চালিয়ে ১৮২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ঐ গ্রামের মৃত ইউনুস খাঁনের ছেলে জাহিদ খাঁন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ী।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ীর অফিসার ইনচার্জ মো. ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী জাহিদকে মাদক সহ গ্রেফতার করি ।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এ এস আই মেহেদী হাসান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করেন।