শিরোনাম
জেলা কোর কমিটির সাথে ফরিদপুর সদর উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা গোয়ালন্দে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ইভটিজিংয়ের অভিযোগে সাংবাদিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার শিক্ষক সংকটে গোয়ালন্দে দুটি সরকারি উচ্চ বিদ্যালয় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ২ কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা: মমতাজ রাজবাড়ীতে খাদ্য সহায়তা ও ক্রাচ বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা রাজবাড়ীতে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২

নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার তরুণী নিজেই ফিরে গেল অন্ধকার জীবনে

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

0Shares

টেলিগ্রাফ ডেস্ক: দারিদ্র্য স্বাভাবিক জীবনে ফিরতে দিল না তরুণীকে। নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার হওয়ার পর তিনি আবারও ফিরে গেলেন তার অন্ধকার জীবনে। ওই তরুণী রাজবাড়ী সদর উপজেলার প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের সন্তান। ছয় বছর আগে তিনি এ অন্ধগলিতে পা রেখেছিলেন।

জানা গেছে, মেয়েকে যৌনপল্লীতে জোর করে আটকে রেখে দেহব্যবসা করানো হচ্ছে এমন অভিযোগ করে তাকে উদ্ধারের জন্য সম্প্রতি রাজবাড়ী পুলিশ সুপারের কাছে আবেদন করেছিলেন ওই তরুণীর মা। এর পরিপ্রেক্ষিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শুক্রবার সকালে তাকে দৌলতদিয়া যৌনপল্লীর বেবীর বাড়ি থেকে উদ্ধার করে।

এরপর খবর দেয়া হয় তার পরিবারের লোকজনকে। থানায় ছুটে আসেন অসহায় বৃদ্ধ বাবা ও ছোট ভাই।

থানায় সংবাদকর্মী ও পুলিশের সামনে উদ্ধার হওয়া তরুণী বলেন, ‘আমাকে কেউ পল্লীতে জোর করে আটকে রাখেনি। আমি সেখানে ভালোই ছিলাম। আবারও সেখানে ফিরে যাব।’

কেন ফিরে যাবেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাড়িতে আমার ছয় বছর বয়সী একটা প্রতিবন্ধী ছেলে রয়েছে। এছাড়া বৃদ্ধ বাবা-মা ও ছোট ভাই তার ওপর নির্ভরশীল। আমি বাড়িতে গেলে সবাইকে না খেয়ে মরতে হবে।’

তরুণী আরও জানান, ‘অল্প বয়সে বাবা-মা একটা ছিঁচকে চোরের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন। প্রায়ই সে ধরা পড়ে মারধর খেত। সে আমাকে খুব নির্যাতন করত। খুবই মানসিক অশান্তির মধ্যে ছিলাম। ভেবেছিলাম বাচ্চা হলে সে ঠিক হয়ে যাবে। কিন্তু প্রতিবন্ধী বাচ্চা হওয়ার পর সে আমার ওপর অত্যাচার আরও বাড়িয়ে দেয়। এক পর্যায়ে বেঁচে থাকার তাগিদে নিজেই পল্লীতে গিয়ে নাম লেখাই

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg