গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের মোকবুলের দোকান খানখানাপুর এর মাঝামাঝি স্থানে জে.এস.বি ভাটার নিকট দ্রুতগামী গাড়ির চাপায় ব্যবসায়ী আতিয়ার মোল্লা (২৩) ঘটনা স্থলেই নিহত হন। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জলিল সরদারপাড়া গ্রামের মৃত বিল্লাল মোল্লার ছেলে।

আজ শুক্রবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত আতিয়ার একজন মুরগি ব্যবসায়ী। ভ্যানযোগে কোথাও মুরগি নামিয়ে দিয়ে ফের ওই ভ্যানে করে মহাসড়ক দিয়ে তিনি এলাকায় ফিরছিলেন। পথে অজ্ঞাতনামা কোন এক গাড়ির ধাক্কায় ভ্যান থেকে ছিটকে মহাসড়কের পাশে খুটির সাথে মাথায় প্রচন্ড আঘাত লাগলে ঘটনা স্থলেই তাঁর মৃত্যু হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg