ছাতকে জেন্ডার এ্যাকশন প্লান (জিএপি)র সহায়তায় ৩য় ধাপে ২০ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ছাতক পৌরসভার উদ্যোগে পৌর কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় পৌর সচিব খান মোহাম্মদ ফারাভী, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, ধন মিয়া, আছাব মিয়া, জসিম উদ্দিন সুমেন, দেলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, মিলন রানী দাস প্রমূখ উপস্থিত ছিলেন। সেলাই প্রশিক্ষণ প্রদান করেন, সিঙ্গার বাংলাদেশ’র প্রশিক্ষক কংকনা পুরকায়স্থ।
সেলিম মাহবুব
ছাতক, সুনামগঞ্জ।