নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে রাজধানীর উত্তরার আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমেরিকায় নির্বাচন হয়, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হয়। সেসব নির্বাচন থেকে আমাদের অনেক শেখার আছে। আমরা প্রতিনিয়ত শিক্ষা নিই। তবে আমাদের কাছ থেকে তাদেরও শিক্ষা-দীক্ষা নেওয়া উচিত।
কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চার-পাঁচ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না। বাংলাদেশে আমরা ইভিএমের মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি। এই জিনিস যুক্তরাষ্ট্রে নেই।
এসময় বিএনপি প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন জানিয়ে সিইসি বলেন, আমি সকাল থেকে প্রিজাইডিং অফিসার ও কন্ট্রোল রুমের মাধ্যমে খোঁজখবর নিয়েছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা নির্বাচন পরিপন্থী কিছু ঘটেনি।