আজ বুধবার (১১ নভেম্বর) সকালে রাজবাড়ী আওয়ামীলীগের জেলা কার্যালয়ে যুবলীগের আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।
স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনা সভা, দোয়ার অনুষ্ঠান ও কেক কেটে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বিভিন্ন সময়ের আওয়ামী যুবলীগের ভূমিকা তুলে ধরেন।
এসময় বক্তৃতারা বলেন, আওয়ামী যুবলীগ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করে যাচ্ছে। দেশ ও জনগণের সেবায় কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আওয়ামী যুবলীগের রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন সিকদার। আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ৮নং পৌর কাউন্সিলর শাহ মোহাম্মদ জাহাঙ্গীর, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরিফ, সদর উপজেলার সাধারণ সম্পাদক ও আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাসান, রাজবাড়ী পৌর কমিটির সভাপতি সাফায়েত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম কাশেম।