রাজবাড়ীতে ডিবির অভিযানে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রাজিবুল ইসলাম কোবাদকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনাতে জেলা গোয়েন্দা শাখা রাজবাড়ীর অফিসার ইনচার্জ মোঃ ওমর শরীফের নেতৃত্বে এসআই নিরস্ত্র মোঃ আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ৯ নভেম্বর বিকাল ৫.২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানাধীন সুলতানপুর চর শ্যামনগর সাকিনস্থ ধৃত আসামী মোঃ রাজিবুল ইসলাম কোবাদ এর বসতবাড়ির উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং শামসুদ্দিন শেখ মনছের ছেলে আসামী মোঃ রাজিবুল ইসলাম কোবাদকে আটক করা হয়। ৯৬ পিস ইয়াবার মূল্য ২৮হাজার ৮০০ টাকা । উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় উদ্ধার করেন।