পাংশাতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

0Shares

আজ সোমবার (৯ নভেম্বর) পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ ৩ আসামীকে গ্রেফতার করেন।

এস.আই সেকেন্দার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাগুরাডাঙ্গী গ্রামের মোঃ আমিরুল ইসলাম এর ছেলে আসামী মোঃ লিপু মিয়া (৩৯) ও নাজমুল হুদা কল্ললের ছেলে আসামি তানামুল ইসলাম (২১) এবং ফরিদ মন্সির ছেলে রাজু মুন্সি।

পুলিশ আসামীদেরকে গ্রেফতার করেন এবং আদালতে প্রেরন করেন।

আলামীন হোসেন শাকির
পাংশা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg