রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজার এলাকার বেদন ডাঙ্গা গ্রামের ৮ নং ওয়ার্ডের মৃত আজগর মন্ডলের ছেলে অটোরিক্সা চালক সেলিম মন্ডল(৪০) খানখানাপুর বাজার ছোট ব্রিজে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়।
মৃত সেলিম মন্ডলের চাচাতো ভাই গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় আজও নিজ বাড়ি থেকে সকাল সাড়ে ছয়টায় অটো রিক্সা নিয়ে খানখানাপুরের উদ্দেশ্য রওনা হয়, খানখানাপুর ছোট ব্রিজ হাইওয়ে রাস্তা পার হতেই এ দূর্ঘটনা ঘটে। ঢাকা হতে আগত একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সেলিম মন্ডল ছিটকে রোডে পড়ে যায়। তার মাথায় প্রচন্ড আঘাতে নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। স্থানীয় পরিচিত লোকজন দ্রুত বাড়ীতে সংবাদ দেয়, সেলিম মন্ডলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে পথেই তার মৃত্যু হয়। ঘাতক প্রাইভেটকার দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টাকালে আহলাদীপুর হাইওয়ে পুলিশ গাড়িটিকে আটক করে।