প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) দুপুর ২ ঘটিকার সময় গোয়ালন্দ উপজেলার দক্ষিন উজানচর মঙ্গলপুর শামছুল উলুম হাফেজিয়া, ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪০ জন এতিম শিক্ষার্থীদের সাথে উন্নত মানের খাবার দিয়ে (পোলাও, মুরগির গোশত, মুড়িঘন্টো ও মিষ্টান্ন) মধ্যাহ্নভোজের আয়োজন করেন গোয়ালন্দ প্রথম আলো বন্ধুসভার সদস্যবৃন্দ। এর আগে মাদ্রাসা প্রাঙ্গনে আমের চারা রোপণ, এতিম শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, গোয়ালন্দ প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম. রাশেদুল হক,রাজবাড়ী টেলিগ্রাফের সহ সম্পাদক জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দ বন্ধুসভার উপদেষ্টা ও আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, গোয়ালন্দ বন্ধুসভার উপদেষ্টা মো. সিদ্দিক মিয়া, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক ও গোয়ালন্দ বন্ধুসভার উপদেষ্টা মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, মাদ্রাসার শিক্ষক বৃন্দ, গোয়ালন্দ বন্ধুসভার সদস্য বৃন্দ সহ প্রমূখ।
অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশনকালে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, প্রথম আলো সব সময় ভালো কাজের সাথে থাকে। ভালোর সাথে আলোর পথচলা আরো গতিশীল হোক এই হোক আমাদের কামনা। প্রথম আলোর যে কোন ভালো কাজের সাথে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। প্রথম আলোর জন্মদিন উপলক্ষ্যে এমন মহৎ ও ভালো কাজ করায় কর্তৃপক্ষ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফিরোজ আহমেদ
গোয়ালন্দ