কালুখালীতে অস্ত্র ও গুলি সহ জিরুল এবং দৌলতদিয়াতে ১৯৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী ডিবির সফল অভিজানে কালুখালী থেকে অস্ত্র ও গুলি সহ জিরুল এবং দৌলতদিয়া থেকে ১৯৫ পিস ইয়াবাসহ ২ ব্যাবসায়ী গ্রেফতার করা হয়।

পুলিশ পরিদর্শক নিঃ,মোঃ ওমর শরীফ অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এসআই নিঃ মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্স সহ গত শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের সময় রাজবাড়ীর কালুখালী থানাধীন বি-কয়া চারাখালী সাকিনস্থ আসামী মোঃ জিয়ারুল ইসলাম জিরুল এর বসত বাড়ীর রান্না ঘর হতে ০১টি ওয়ান শুটারগান, এবং ০২(দুই)টি তাজা কার্তুজ সহ গ্রেফতার করা হয়।

অপর একটি পৃথক অভিযানে ৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ৪নং ফেরীঘাট পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হতে মৃত চাঁন মিয়া শেখের ছেলে আসামী জামিল শেখ(২৬), কে ও শোলাবাড়ীয়া গ্রামের আহম্মদ আলী মন্ডলের ছেলে মোঃ রইচ মন্ডল(২৭) নিকট হইতে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৫৮,৫০০/= টাকা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg