সংবাদপত্র ও সংবাদের প্রচলিত ভুলসমূহ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫১১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

0Shares

গাজী সাইফুল ইসলাম// সভ্যতার বিকাশে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। সংবাদপত্রকে বলা হয় জ্ঞানের ভান্ডার ( Store house of knowledge) । কিন্তু সংবাদপত্রে যদি অশুদ্ধ সংবাদ প্রকাশিত হয় তাহলে পাঠকগণ বিভ্রান্তে পড়ে যায়। বহুল প্রচলিত কিছু ভুল নিয়ে আজকের আলোচনা।

১. সম্মানসূচক ক্রিয়া ব্যবহার

আবাহনী ৩-২ গোলে জিতেছেন। সরকার বিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আদালত নির্দেশ দিয়েছেন।

এখানে আবহানী, সরকার ও আদালত এরকম বস্তুবাচক কর্তা ( সাবজেক্ট)। তাই সম্মানসূচক ক্রিয়া ব্যবহার করলে শ্রুতিকটু ও দৃষ্টিকটু দেখায়।

এখানে হবে
আবহানী ৩-২ গোলে জিতেছে। সরকার বিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আদালত নির্দেশ দিয়েছে।

তবে উপাচার্য নির্দেশ দিয়েছেন, সৌরভ গাঙ্গুলি ম্যাচটিতে জিতেছেন।

২. অত্র শব্দের সঠিক ব্যবহার

অত্র অফিসে, অত্র কলেজ, অত্র স্থানে

এগুলো শব্দের অপপ্রয়োগ। কারণ অত্র শব্দের অর্থ এখানে। তাই এখানে অফিস, এখানে কলেজ, এখানে স্থান হয়। যা ভুল। হবে এই অফিস, এই কলেজ, এই স্থান।

অত্র জায়গায় এই ব্যবহার করতে হবে।

৩. বহুবচনের দ্বিত্বজনিত ভুল

যেমন,

যাবতীয় নিয়মাবলী, হবে যাবতীয় নিয়ম।

অন্যান্য বক্তাগণ, হবে অন্য বক্তাগণ বা অন্যান্য বক্তা

যে সমস্ত বাচ্চারা, হবে যে সমস্ত বাচ্চা

এসব মানুষেরা, হবে এই মানুষেরা

সব কর্মকর্তরা,, হবে সব কর্মকর্তা

সার্কভুক্ত অন্যান্য দেশগুলো,
হবে
সার্কভুক্ত অন্যান্য দেশ বা সার্কভুক্ত অন্য দেশগুলো

৪. ভুল শব্দ প্রয়োগ

সংসদ অধিবেশনে সাত সাংসদ সোচ্চার

হবে, সংসদ অধিবেশনে সাত সাংসদ সরব। কারণ সোচ্চার শব্দের অর্থ নিজে উচ্চারিত।
যেমন, অন্যায়ের প্রতিবাদে আমি সোচ্চার ছিলাম।

সেতুমন্ত্রী পায়ে হেঁটে নির্মাণ কাজ পরিদর্শন করেন।

মানুষ হাঁটে তো পা দিয়েই নাকি হাত দিয়ে ? তাই হবে সেতুমন্ত্রী হেঁটে নির্মাণ কাজ পরিদর্শন করেন।

দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী ছুটে যান

এখানে ছুটে মানে হলো দৌড়ে , তাহলে প্রধানমন্ত্রী দৌড়ে সেখানে গিয়েছে।

ইরি ধান, বোরো ধান বলে কোন ধান আছে নাকি?

ইরি হলো একটি সংস্থার নাম, যার সদর দপ্তর ফিলিপাইনে।

বোরো একটি মৌসুমের নাম।

হবে ব্রি ধান ২৮, ব্রি ধান ২৯।

আজ এ পর্যন্তই।

লেখক,গাজী সাইফুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশক,
রাজবাড়ী টেলিগ্রাফ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg