আজ বৃহষ্পতিবার (৫ নভেম্বর) রাজবাড়ী সদর উপজেলা শহীদ ওহাবপুর ৭ নং ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শহীদ ওহাবপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক শেখ মোঃ রুহুল কবির, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান ইফতি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক শুভ, পৌর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক রাজু আহমেদ।
শুভেচ্ছান্তে মোঃ রাকিবুল ইসলাম রাকিব পদপ্রার্থী ছাত্রলীগ শহীদ ওহাবপুর ইউনিয়ন।
এ সময় অতিথিরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ এখন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছে। আগামীতেও থাকবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রাখবে। ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্যে বলেন ছাত্রলীগের ভিতরে যেন কোন অপশক্তি না ঢুকতে পারে, যাচাই-বাছাই করে কমিটি দেওয়া হবে।
আলামীন হোসেন শাকির
পাংশা