শিরোনাম
গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির এক পক্ষের বিরুদ্ধে ওপর পক্ষের বসত বাড়িতে হামলার অভিযোগ জুলাই বিপ্লব চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৪’ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা গোয়ালন্দে বিদেশি মদ ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ রাজবাড়ী থেকে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার-৫ চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার দুই ধানক্ষেত থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী দিলো রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব দৌলতদিয়ায় ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ রাজবাড়ীতে ভেজাল মদ্যপানে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি-২

সুদিপ্ত গুহকে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সদস্যপদ স্থগিত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

0Shares

নথি গায়েবের অভিযোগে রাজবাড়ীতে সুদীপ্ত গুহ (আশীষ) নামে এক আইনজীবীর সদস্য পদ স্থগিত করেছে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন।

আজ বুধবার (৪ নভেম্বর) রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি শফিকুল আজম মামুন।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনিছুর রহমান রাজবাড়ী টেলিগ্রাফকে জানান, বিচারাধীন একটি মামলার নথি গায়েবের অভিযোগে সুদীপ্ত গুহ আশীষের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, রাজবাড়ীর আদালত থেকে নথি গায়েবের অভিযোগে জেলা বারের আইনজীবী সুদীপ্ত গুহ আশীষসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুল ওদুদ বাদী হয়ে গত শুক্রবার বিকেলে এ মামলা করেন। অপর দুই আসামি হলেন- মুহুরি লক্ষ্মণ চন্দ্র ও মাসুদ রহমান। আইনজীবী সুদীপ্ত গুহ আশীষের বাড়ি শহরের সজ্জনকান্দা এলাকায়।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর রাজবাড়ী বারের আইনজীবী সুদীপ্ত গুহ আশীষ অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন মাদক মামলার নথি দেখতে চান। মানবিক কারণে তিনি নথিটি আইনজীবী আশীষকে দিয়ে সেরেস্তায় বসে দেখে তা ফেরত দিতে বলেন। আশীষ নথি ফেরত না দিয়ে চলে যান। বিষয়টি বুঝতে পেরে আদালতের পিওন লিটনকে আশীষের কাছ থেকে নথি আনতে পাঠান। লিটন আশীষের কাছে নথি ফেরত চান। আশীষ লিটনকে ভয় দেখিয়ে নথি নিয়ে চলে যান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg