রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এর শূন্য পদের উপনির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর ২০২০ তারিখে উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরকৃত একটি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এর শূন্য পদের উপনির্বাচনে ইতিপূর্বে যারা মনোনয়ন দাখিল করেছেন তাদের নতুন করে মনোনয়ন পত্র দাখিল করার প্রয়োজন হবে না। তবে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নতুন করে মনোনয়ন পত্র দাখিলের সুযোগ দেয়া হবে।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এর শূন্য পদের উপ-নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২০ রবিবার। মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার। আপিল দাখিলের শেষ তারিখ ১৮-২০ নভেম্বর ২০২০ বুধ- শুক্রবার। আপিল নিস্পত্তির শেষ তারিখ ২১-২২ নভেম্বর ২০২০ শনি- রবিবার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর ২০২০ সোমবার। প্রতিক বরাদ্দ ২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার। ভোট গ্রহনের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার। ভোট গ্রহণের সময় সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য থাকে যে, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম ১৭ অক্টোবর ২০১৯ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর শূন্যপদে উপনির্বাচনের তারিখ ২৯ মার্চ ঘোষণা হলে করোনার কারণে তা স্থগিত হয়। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ছিলেন। নৌকা প্রতীকে আলহাজ্ব মোস্তফা মুন্সি, ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার মাহবুব (আলম) শাহিন ও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করেন। এরই মধ্যে উপনির্বাচনের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মন্ডল এর মৃত্যু হলে পুনরায় ৩ নভেম্বর ২০২০ তফসিল ঘোষণা করা হয়।
এদিকে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ডাঃ আরিফুরজ্জামান। ডাঃ আরিফুজ্জামান গোয়ালন্দের সদ্য প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান এ.বি.এম. নুরুল ইসলামের মেজ ছেলে।
ফিরোজ আহম্মেদ (গোয়ালন্দ)