গাজী সাইফুল ইসলাম ||
হাজারো পেশার মধ্যে সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক পেশা। একজন ভালো ও পেশাদার সাংবাদিক হওয়ার জন্য কী কী প্রয়োজন? সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতাই পড়তে হবে এমনটা জরুরি নয়। তবে বিষয়টি নিয়ে পড়া থাকলে একজনকে ভালো সাংবাদিক হতে তা অবশ্যই সাহায্য করে।
একজন ভালো সাংবাদিকের অনেক বিষয়ে মৌলিক জ্ঞান থাকতে হয়। ভাষা দক্ষতা এরমধ্যে অন্যতম। বাক্যের গঠনে ভুল হলে, শব্দের প্রয়োগে ভুল হলে পাঠক বিভ্রান্ত হতে পারেন। তাই সংবাদপত্রে শুদ্ধভাবে লেখা উচিত। শুদ্ধ ও সঠিক শব্দ প্রয়োগে নিচের শব্দগুলোর অর্থ ও পার্থক্য জানা থাকলে সংবাদ লেখা যথার্থ হবে আশা করি।
দস্যুতা, ডাকাতি ও রাহাজানি কোথায় কোন শব্দ ব্যবহার করবো।
উদাহরণ,
দস্যুতা:
অপরাধ সংঘটনকারীদের সংখ্যা পাঁচজনের কম হলে তখন দস্যুতা শব্দটি ব্যবহৃত হয়।
ডাকাতি:
অপরাধ সংঘটনকারীদের সংখ্যা পাঁচজনের অধিক হলে তাকে ডাকাতি বলে।
রাহাজানি :
যে অপরাধ পথিমধ্যে সংঘটিত হয় তাকে রাহাজানি বলে। বিশেষ করে রাজধানীতে যে ডাকাতি হয় তাকে ডাকাতি না বলে রাহাজানি বলা হয় এবং এই শব্দটি ব্যবহৃত হয়।
হাজত ও জেল , কোনটা, কখন ব্যবহৃত হবে?
হাজত:
কোন ব্যক্তিকে পুলিশ আটক করার পর আদালতের রায় পাবার আগ পর্যন্ত যেখানে রাখা হয় সেটা হাজত বলে।
জেল: আদালতের চূড়ান্তরায়ে যদি তার শাস্তি হয় তাকে জেলে প্রেরণ করা হয়।
হাজতে থাকা মানেই সে অপরাধী নয়, পুলিশ হেফাজতে আছে মাত্র।
আটক ও গ্রেফতার কখন, কোন শব্দ ব্যবহৃত হবে
আটক :
কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করার জন্য তাকে আটকিয়ে বা আটক করা হয়। এটা সাময়িক। অপরাধী মনে না হলে তাকে ছেড়ে দেয়া হয়।
গ্রেফতার ( arrest)
যখন কোন ব্যক্তিকে সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ হেফাজতে নেয়া হয় এবং আদালতে সোপর্দ করা হয় তখন তাকে গ্রেফতার বলে।
কিশোর, যুবক, বৃদ্ধ ও অশীতিপর
কিশোর:
৭ বছর থেকে ১৮ বছরের আগ পর্যন্ত কিশোর।
যুবক: ১৮- ৩৫ যাদের বয়স তাদের যুবক বলা হয়।
তরুণ: জাতিসংঘের সংজ্ঞায় ১৫ -২৯ বছর বয়সীদের তরুণ বলা হয়।
অশীতিপর বৃদ্ধ : ৮০ বছর বয়সের অধিক লোকদের অশীতিপর বৃদ্ধ বলা হয়।
সর্বজনীন ও সার্বজনীন
সর্বজনীন :
সকলের জন্য হিতকর, মঙ্গলকর ও কল্যাণকর তা হলো সর্বজনীন। যেমন, মানবাধিকার সর্বজনীন অধিকার হিসাবে স্বীকৃত।
সার্বজনীন:
এর মানে হলো সকলের মধ্যে প্রধান, জ্যেষ্ঠ। যেমন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সার্বজনীন নেতা,
নগর ও শহর
নগর : নগর হলো গ্রামের চাইতে বড় অথচ পুরোপুরি শহর হিসাবে গড়ে ওঠেনি এমন জনপদ। সাধারণত ৫০০০ লোকের বসবাস হলে তাকে নগর বলে।
শহর :
শহর হলো অপেক্ষাকৃত বড় ও স্থায়ী নিবাস। জনসংখ্যা ৫০০০ এর বেশি হবে।
লাশ ও মরদেহ
লাশ : মৃত ব্যক্তির প্রাণহীন দেহকে লাশ বলে।
মরদেহ : লাশের সমার্থক শব্দ হিসাবে আধুনিক কালে মরদেহ শব্দটি ব্যবহৃত হচ্ছে।
সলিল : পানিতে ডুবে মৃত্যুকে সলিল সমাধি বলে।
হত্যা ও খুন, কখন, কোন শব্দ ব্যবহার করবো?
( এরকম নানাপ্রকার শব্দের ব্যবহার দেখুন আগামী পর্বে)
লেখক, গাজী সাইফুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, রাজবাড়ী টেলিগ্রাফ।