রাজবাড়ীতে জেল হত্যা দিবস পা‌লিত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

0Shares

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) জেল হত্যা দিব‌স উপল‌ক্ষে রাজবাড়ী‌তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও জাতীয় চার নেতার প্র‌তিকৃ‌তিতে পুষ্পমাল্য অর্পন জা‌নি‌য়ে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য় জেলা আওয়ামী লী‌গের দলীয় কার্যালয় প্রাঙ্গ‌নে।

এ‌তে জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি শেখ আব্দুস সোবহান এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।

এছাড়া উপস্থিত ‌ ছি‌লেন, জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি ফ‌কির আব্দুল জব্বার, হেদা‌য়েত আলী সোহরাব, মহম্মদ আলী চৌধুরী, যুগ্ম-সম্পাদক এ্যাডঃ স‌ফিকুল আজম মামুন, জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জাকা‌রিয়া মাসুদ রা‌জিবসহ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা। আ‌লোচনা সভা সঞ্চালনা ক‌রেন, জেলা আওয়ামী লী‌গের প্রচার সম্পাদক এ্যাডঃ স‌ফিকুল হো‌সেন।

আলোচনা সভা শে‌ষে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg