আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সময় বাদ যোহর রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী বাজার গোহাট চত্বরে স্থানীয় আলেম সমাজ ও তৌহিদী জনতার যৌথ আয়োজনে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রকাশ্যে রাসূল সা. এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মুহাম্মাদ মহিউদ্দিন মানিক ও মাতিউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক চেয়ারম্যান মৌরাট ইউনিয়ন পরিষদ, পাংশা, রাজবাড়ি।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেম আলোচক হযরত মাওলানা আবু মুশা আশয়ারী অধ্যক্ষ, পাংশা শাহজুই কামিল মাদরাসা রাজবাড়ি।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা আব্দুল কুদ্দুস, মুহাঃ আব্দুর রাজ্জাক, মুহাঃ কেজমত আলী, মুহাঃ সবুজ মুন্সি সহ প্রমুখ।
বক্তারা বলেন,যে মহানবী সা: এর অবমাননা কিছুতেই মুসলিম জাতি মেনে নিবে না। ফ্রান্স কে আন্তর্জাতিক আদাতলে বিচার করার জোর দাবি জানান এবং ফ্রান্সের সকল পণ্য বয়কট করার আহবান জানান।
আবু নাফিসা