জহুরুল ইসলাম হালিম// বাংলাদেশ রেলওয়ের রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট একটি ঐতিহ্যবাহী স্টেশন। প্রতিদিন সেখানে লোকাল ও মেইল ট্রেনের পাশাপাশি আন্তঃনগর ট্রেনে
হাজার হাজার মানুষ যাতায়াত করে। এর মধ্যে ‘মধুমতি এক্সপ্রেস’ নামের একমাত্র আন্তঃনগর ট্রেনটিতে যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি হতো। তা সত্বেও গোয়ালন্দ ঘাট-রাজশাহী রুটে
চলাচলকারি আন্তঃনগর ওই ট্রেনটি বিনা নোটিশে গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) স্টেশন থেকে আকষ্মিক ভাবে প্রত্যাহার করে নেয় রেল কর্তৃপক্ষ।
রুট পরিবর্তন করে ওই দিন (শুক্রবার) থেকে ট্রেনটি রাজশাহী-ভাঙ্গা (ফরিদপুর জেলার) রেলপথে চলাচল করছে। এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা একমাত্র আন্তঃনগর ট্রেন ‘মধুমতি এক্সপ্রেস’ গোয়ালন্দ ঘাট স্টেশনে আসা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন। ট্রেনটি বন্ধ থাকায় বাধ্য হয়ে তারা সড়ক পথে অতিরিক্ত ভাড়ায় যাত্রীবাহী বাসে রাজশাহীসহ বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের গোয়ালন্দ ঘাট স্টেশন মাস্টার
মোঃ আব্দুল জলিল বলেন, একমাত্র আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস গোয়ালন্দ ঘাট স্টেশন থেকে প্রত্যাহারের বিষয়ে লিখিত কোন চিঠি পাইনি। তবে, বন্ধের আগের দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রেলওয়ের পাঁকশী কন্ট্রোল থেকে আমাকে ফোনে জানানো হয় যে, আগামীকাল শুক্রবার থেকে আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস আর গোয়ালন্দ ঘাট স্টেশনে যাবে না। রুট পরিবর্তন করে ট্রেনটি ওই দিন থেকে রাজশাহী-ভাঙ্গা রেলপথে চলাচল করেবে। পাঁকশী কন্ট্রোল থেকে এমন নির্দেশনা পেয়ে গতকাল শুক্রবার সকালে আন্তঃনগর ট্রেন বন্ধের বিষয়ে গোয়ালন্দ ঘাট স্টেশনে একটি নোটিশ আমি টানিয়ে দিয়েছি।
এদিকে আন্তঃনগর ট্রেন ‘মধুমতি এক্সপ্রেস’ গোয়ালন্দ ঘাট স্টেশন থেকে হঠাৎ প্রত্যারের প্রতিবাদে ও ট্রেনটি দ্রুত ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের বিক্ষুব্ধ জনতা। আজ শনিবার বিকেল ৩টা থেকে গোয়ালন্দ ঘাট রেল স্টেশনে এক ঘন্টার ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোয়ালন্দবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন।