দৌলতদিয়া ঘাট থেকে ডিবি পুলিশ ও র‌্যাবের হাতে গাঁজা, অবৈধ বিয়ার সহ ২ জন আটক

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট হইতে পৃথকভাবে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ ও র‌্যাবে।

গত শুক্রবার(৩০ অক্টোবর) বিকাল ৪:২০ মিনিটের সময় দৌলতদিয়া কফিলউদ্দিন ফিলিং স্টেশন সংলগ্ন বিসমিল্লাহ্ হোটেলের সামনে হইতে গোপন সংবাদের ভিত্তিতে ফেলু মোল্লার পাড়া গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে মোঃ শাহিন শেখকে (৩৫) রাজবাড়ী ডিবি পুলিশ ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা সহ আটক করেছে, যাহার আনুমানিক মুল্য ৬০০০ টাকা। আটককৃত শাহিনের বিরূদ্ধে ২০১৫ সালে অস্ত্র আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।

অপরদিকে দৌলতদিয়া রেল স্টেশন হইতে অবৈধ বিয়ার সহ একইদিন সন্ধ্যা ৭টার সময় ফরিদপুর র‌্যাবে-৮ এর অভিযানে রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ জেলাল সরদারের ছেলে মোঃ ফিরোজ সরদারকে (২৩) আটক করেছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজের কাছে থাকা সাদা বস্তার মধ্যে হইতে অবৈধ ১৫ বোতল বিয়ার পাওয়া যায়, যাহার আনুমানিক মুল্য ৭৫০০ টাকা বলে ধারনা করা হয়।

গোয়ালন্দ ঘাট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg