জহুরুল ইসলাম হালিম//রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক সেবামূলক সংগঠন “আলোড়ন সামাজিক কল্যাণ সংগঠন” এর উদ্যোগে গতকাল ৩০ অক্টোবর বিকাল ৪টায় দেবগ্রাম ইউনিয়নে পূর্ব তেনাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ , মাস্ক, স্যানিটাইজার, খাতা,কলম, লিফলেট, বিতরণ করা হয়।
জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও নজরুল ইসলাম এর সঞ্চালনায় শিক্ষা উপকরন বিতরন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আলোড়ন সামাজিক কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠতা ও উপদেষ্টা নাজমুল ইসলাম ফারাবী,আলোড়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কেএম সাহিদুল ইসলাম,দেবগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, বিল্লাল ফকিরসহ আরো অনেকে।
সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম ফারাবী বলেন, মহামারি করোনায় শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আমরা আলোড়ন সামাজিক কল্যান সংগঠন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে কিছু শিক্ষা উপকরণ সহ করোনা রক্ষার্তে স্যানিটাইজার দিতে এদের পাশে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত মনে করছি। সমাজে অনেক বিত্তবান আছে তাদেরকেও এভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। তিনি আরও বলেন, আমরা সব সময় অসহায় বঞ্চিত মানুষের পাশে থাকতে এবং মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।