পাংশায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল ১৭ কেজি ওজনের বাগাড় মাছ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৮২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

0Shares

আজ ৩০ অক্টোবর, রাজবাড়ী জেলার পাংশা থানার শাহামীরপুর গ্রামের খুয়াজ মোল্লা নামের এক জেলের জালে দুপর ১২ টার সময় এই ১৭ কেজির বাগাড় মাছটি ধরা পড়ে।

জেলে খুয়াজ মোল্লা রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, অনেক দিন হলো মাছ পাইনা। আজ সকালে নদীতে মাছ ধরতে গিয়ে এই বাগাড় মাছটি পাই। মাছটির ওজন হয়েছে ১৭ কেজি, বেশি দামে মাছটি বিক্রি করার চেস্টা করছি, ১৫০০ টাকা কেজি মাছটির দাম চাইছি গ্রামের লোক এখনো কোনো দাম বলে নাই। তবে আমার বিশ্বাস ১০০০ টাকার উপরে বিক্রি করতে পারবো।

আলামীন হোসেন শাকির
পাংশা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg