রাজবাড়ী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে করোনাকালীন সময়ে সর্বাধিক অনলাইন ক্লাস গ্রহণ করায় দশ জন শিক্ষককে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ১০ জন শিক্ষকদের হাতে সার্টিফিকেট এবং ক্রেষ্ট প্রদান করেন।
রাজবাড়ীর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান প্রমুখ বক্তৃতা করেন।
সন্মাননা স্মারক শিক্ষকরা হলেন, আর.এস.কে ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, আলহাজ্জ এমএ করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাব্বিার হোসেন, অংকুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আল্লা নেওয়াজ খায়রু একাডেমির সহকারী শিক্ষক ফারহানা জাহান মিনি, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা সুলতানা, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলোক চন্দ্র দাস, ভান্ডারিয়া সিদ্দিকিয়া ফজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফাইজুর রহমান এবং বেথুলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মতিয়ার রহমান।
আর.এস.কে ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক রাজবাড়ী টেলিগ্রাফকে জানান, করোনাকালীন সময়ে প্রধান শিক্ষক হিসাবে আমি সর্বাধিক অনলাইন ক্লাস নেই। এজন্য পুরষ্কার হিসাবে আমি ল্যাপটপ উপহার পেয়েছি। এছাড়া উপহার হিসাবে পেয়েছি সার্টিফিকেট এবং ক্রেষ্ট।