শিরোনাম
গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি আটক গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গোয়ালন্দে সঞ্চারণ সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষককে অফিস থেকে বের করে দেওয়া সেই দুই কর্মকর্তাকে বদলি কখনো ম্যাজিস্ট্রেট, কখনো মেজর পরিচয়ে প্রতারণা করতেন মুক্তা পারভিন প্রেম করে বিয়ে, স্বামীর হাতেই মৃত্যু  ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ টি ফেরি ও ২২ টি লঞ্চ চলাচল করবে শাশুড়ীকে হত্যার দায়ে পুত্রবধূ ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় শারদীয় দূর্গা উৎসবে আনন্দঘন পরিবেশ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

0Shares

হিন্দু ধর্মের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা ঘুরে দেখা যায়, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে ঘরে ঘরে, পাড়া মহল্লায় মন্দিরে মন্দিরে, পূজা মন্ডবে, হাট বাজারে মহা উৎসব, নতুন নতুন পােশাকে নানা রকম বৈচিত্রে সেজেছে। বিভিন্ন বয়সের ধর্মের অনুসারীরা।

আয়ােজনে রয়েছে বিভিন্ন স্বাদ বৈচিত্রের খাবারের ভিন্নতা। অতিথি নারায়ন। তাদের ভাষায় সে কারনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পূজা মন্ডবে গিয়ে আপ্যায়িত না হয়ে কেউই ফেরত আসেন না। করােনা কালিন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্ম পালনের আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসনগুলাে। পাশাপাশি পূজা মন্ডপে রয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশের সদস্য, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ। এছাড়াও নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে।

পাংশার সকল শ্রেণী পেশার মানুষকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন, করােনা কালীন এই সময়ে আমরা সকলেই সরকারের সকল প্রকার বিধি বিধান মেনে উৎসব করব। হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় অনুভূতি নিয়ে উৎসব মুখর পরিবেশ শৃংখলার মধ্য দিয়ে দূর্গা পূজা পালন করে আসছেন।

ধর্ম মানুষকে সত্য ও কল্যানের প্রতি আহবান করে। অন্যায় ও মন্দ থেকে দূরে রাখে, দেখায় সত্যের পথ। পাংশা উপজেলার মানুষ শান্তিপ্রিয় আশা করছি শারদীয় দূর্গা উৎসব সকলেই স্বাস্থ্য বিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করবেন। কালুখালী
উপজেলা নির্বাহী অফিসার ও বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারসহ সকল থানার অফিসার-ইনচার্জ ধর্মীয় ও এ অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেছেন। পাশাপাশি করােনার বিষয়টি মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায়
রেখে উৎসব পালনের আহবান জানিয়েছেন।

মহাসপ্তমীতে পাংশার ভাই ভাই সংঘ পূজা মন্দিরে স্বেচ্ছাসেবকদের মাঝে গেঞ্জি, পরিচিতি কার্ড ও মাস্ক বিতরণ করেছে। ভাই ভাই সংঘ মন্দিরের সভাপতি ও রাজবাড়ী জেলা
পরিষদের সদস্য উত্তম কুমার কুনডুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা থানার ইন্সপেক্টর
(তদন্ত) মােঃ ফকরুল ইসলাম, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড, ফরিদপুর শাখার এ.ভি.পি ও ব্যবস্থাপক
মনিরুল ইসলাম, অভিনেতা লিটু করিম বক্তব্য রাখেন। পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, সহ সভাপতি এডভােকেট ভজগােবিন্দ দে, যুগ্ম সাধারন সম্পাদক নিতাই বিশ্বাস, সহ সভাপতি হিমাংস কুন্ডু রকেট, সাধারন সম্পাদক দিনেশ কুন্ডু ও অচিন্ত কুন্ডু উপস্থিত ছিলেন।

জুলফিকার আলী

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg