রাজবাড়ীতে রাতের আধারে বিষ প্রয়োগে একটি মাছের ঘেরের মাছ মেরে ফেলে কয়েক লক্ষ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া এলাকায়। স্থানীয়দের দাবি স্থানীয় একটি কুচক্রীর দল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনাটি ঘটায়।
জানাগেছে, পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া এলাকার আব্দুল মজিদ মন্ডল,কালাম মন্ডল,আবু তালেব মন্ডল,বক্কার মন্ডল স্বর্ণগড়া বিলে একটি পুকুর ও আশ পাশের জমি লিজ নিয়ে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিল। শুক্রবার সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখাযায় , অসংখ্য মাছ পুকুরের পানিতে মরে ভেসে উঠছে পুকুর পাড়ে প্রায় ১০ মন বিভিন্ন প্রজাতির মরা মাছ দেখতে ভীর করেছে স্থানীয়রা।
এ সময় ক্ষতির শিকার আব্দুল মজিদ মন্ডল বলেন, “আমরা দির্ঘদিন ধরে অনেক কষ্টে এই মাছ চাষ করে আসছিলাম আমাদের প্রতিপক্ষরা এই মাছ নিধন করার জন্য বিভিন্ন সময় পায়তারা করে আসছিলো।” তিনি আরো বলেন,”রাতের আধারে ওই দলের দুর্বৃত্তরা আমাদের পুকুরে বিষ দিয়ে প্রায় ৫-৬ লক্ষ টাকার মাছ নিধন করে আমাদের পথে বসিয়ে দিয়েছে। এ ব্যাপারে আমি থানায় মামলা করব।”
এ ঘটনার সঠিক বিচার দাবী করেছেন মজিদ ও তার সাথী মাৎস্য চাষীরা।
পাংশা মডেল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক ( এসআই ) কামাল হোসেন বলেন, “এ ঘটনার পর পাংশা মডেল থানার ওসি তদন্তসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহনের প্রস্তুুতি চলমান আছে।”