আজ (২২ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন রাজবাড়ী -১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক এমপি (সংরক্ষিত আসন) কামরুন নাহার চৌধুরী লাভলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হােসেন, সহকারী প্রকৌশলী মােঃ সামছুদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি হেদায়েত আলী সােহরাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, গােয়ালন্দ ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, ঠিকাদার রনজিৎ কুমার সরকার সহ অভিভাবকেরা।