দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীকে জখম করার ঘটনায় একজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীকে জখম করার ঘটনায় ২২ অক্টোবর দৌলতদিয়া যৌনপল্লী থেকে সিদ্দিক কাজী পাড়া থেকে মুনছুর আলী মোল্লার ছেলে মোঃ রাকিব মোল্লাকে (২০) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর দিনগত রাতে দৌলতদিয়া যৌনপল্লীর আবুলের বাড়ীর ভাড়াটিয়া মোছাঃ জোসনা বেগমের (৪৫) বাড়ীতে হামলার ঘটনা ঘটে, এ ঘটনায় হামলার শিকার মোছাঃ জোসনা বেগম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ওসি মুহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, দৌলতদিয়া যৌনপল্লীর আবুলের বাড়ীর ভাড়াটিয়া, মোছাঃ জোসনা বেগমের দায়েরকৃত মামলায় মোঃ রাকিব মোল্লাকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg