বুধবার (২১ অক্টোবর) সকাল দশটায় অভিযান চালিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন ১নং রেল গেট এলাকায় অবৈধ ভাবে রেলের জায়গা দখল করে গড়ে উঠা শতাধিক দোকান উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী, গৌতম বিশ্বাস। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ দিন ধরে রাজবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল গেট এলাকায় রেললাইনের উপর অবৈধ ভাবে গড়ে উঠা ফলের দোকান, পুরাতন কাপড়ের দোকান, চা,পান, সিগারেটের দোকানসহ বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান তৈরি করে চলছে জমজমাট ব্যবসা। সকাল থেকে রাত পর্যন্ত রেললাইনের উপর গড়ে উঠা দোকান গুলোতে চলে বেচাকেনা।
ট্রেন আসার সময় হলে রেললাইনের উপর থেকে ঝুঁকি নিয়ে দোকান গুলো নিচে নামিয়ে রাখা হয়।ট্রেন চলে যাওয়ার পর পরই আবার শুরু হয় আবার বেচাকেনা।
এতে মানুষের চলাচলে যেমন দুর্ভোগ তৈরি হয়েছিল তেমনি অবৈধ ভাবে গড়ে উঠা দোকান গুলোর জন্য ট্রেন আসলে অনেক সময় দেখা যেতো না, এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
অভিযান পরিচালনাকারী সহকারী নির্বাহী প্রকৌশলী জানান, রেলগেট এলাকাতে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান গুলোর জন্য ট্রেন আসলে অনেক সময় দেখা যায় না। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। আমাদের উধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে “ডেথজোন” এলাকা গুলোতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে । দীর্ঘ দিন ধরে এ দোকান গুলো রয়েছে। দিন দিন দোকানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনা এড়াতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।
রাজবাড়ী প্রতিনিধি