মুজিববর্ষ উপলক্ষ্যে গোয়ালন্দ পৌর কৃষক লীগের পক্ষ থেকে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ ও সাধারণ সম্পাদক এড.উম্মে কুলসুম স্মৃতি এমপির আহবানে গোয়ালন্দ পৌর কৃষকলীগের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে উপজেলার কৃষকের মধ্যে এ গাছের চারা বিতরণ করা হয়।
গোয়ালন্দ পৌর কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিক মোল্লার সভাপতিত্বে, কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুজ্জামান মিয়া সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপ্লব ঘোষ সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ, গোলজার হোসেন মৃধা সহ-সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, রফিকুল ইসলাম সালু সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ, আল মাহমুদ মিশা সাবেক সাধারণ সম্পাদক গোয়ালন্দ পৌর ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, ও সাধারণ সম্পাদক আবির হসেন হৃদয় সহ পৌর কৃষক লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গোয়ালন্দ পৌর কৃষক লীগের সদস্য সচিব মোঃ লিটন আলী বলেন ’কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগান কে সামনে রেখে গোয়ালন্দ উপজেলার কৃষকদের মাঝে প্রায় পাঁচ শতাধিক গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
সোহাগ মিয়া
গোয়ালন্দ