জহুরুল ইসলাম হালিম // দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগে দৌলতদিয়া-পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন সেখানে কয়েক হাজার বিভিন্ন গাড়ি ফেরিপারাপার হয়।
আজ মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে
ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকাগামী বিভিন্ন পণ্যবোঝাই শত শত ট্রাক ও কাভার্ডভ্যান। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস পর্যন্ত চার কিলোমিটার ফোরলেন রাস্তার একপাশে ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্র জানিয়েছে, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথ বন্ধের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বিভিন্ন গাড়ির চাপ বেড়েছে। মানুষের দুর্ভোগ কমাতে
সেখানে যাত্রীবাহী গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় পণ্যবাহী ট্রাকগুলো ফেরির টিকিট সিরিয়ালে দীর্ঘ সময় আটকা পড়ে থাকছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহাবুব হোসেন “রাজবাড়ী টেলিগ্রাফকে” বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে ছোট-বড় মোট ১৭টি ফেরি সার্বক্ষণিক সচল রাখা হয়েছে।