মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জার্মান প্রবাসী গাজী সাইফুল ইসলাম। নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত “গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতন”কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসাবে খুলে দিলেন বন্যার্ত মানুষের আশ্রয়ের জন্য।
স্মরণকালের ভয়াবহ বন্যায় গোয়ালন্দ উপজেলার অনেকের বাড়িঘর তলিয়ে গেছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য দিগ্বিদিক আশ্রয় খুঁজছেন। তাদের জন্য “গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতন” খুলে দেয়া হয়েছে। যতদিন বন্যা থাকবে ততদিনে স্কুলে নিরাপদে থাকতে পারবেন। আশ্রয় গ্রহণকারীদের সহযোগিতা ও নিরাপত্তার জন্য নাইট গার্ডের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য গাজী সাইফুল ইসলাম রাজবাড়ী টেলিগ্রাফের সম্পাদক এবং প্রকাশকের দায়িত্ব পালন করছেন। একাধারে তিনি রাজবাড়ী সার্কেল ও সার্কেল ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা হয়ে একঝাক স্বপ্নবাজ তরুণ-তরুণীদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন রাজবাড়ী জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য।