গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সহযোগিতায় আরিফুল ইসলাম পরাগ রক্ত দিয়ে জীবন বাঁচালেন বসন্তপুরের খাদিজা বেগম নামের এক অপারেশনের রোগীকে।
রোগী ফরিদপুর হাসপাতালে ভর্তি। হঠাৎ ফোন আসে পরাগের এক ছোট ভাইয়ের ফোনে, ফোনের ওপাস থেকে বলা হয় আমরা ফরিদপুরে কোথাও এবি পজিটিভ রক্ত পাচ্ছি না, গোয়ালন্দ থেকে দ্রুত এবি পজিটিভ রক্ত জোগার করে দাও। এমতাবস্থায় অনেক খোজাখুজির যখন কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না তখন পাওয়া গেল পরাগকে। তাকে বলা মাত্রই রক্ত দিতে রাজি হলেন। গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সহায়তায় দ্রুত নেয়া হলো গোয়ালন্দ ক্লিনিকে এবং রক্ত সংগ্রহ করে দ্রুত পাঠানো হলো ফরিদপুরে।
রক্তদান
ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি