আজ (১৮ অক্টোবর) বিকাল ৫.০০ টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে নৌ-যান শ্রমিকদের সাথে ৩০ নভেম্বর’১৯ সরকারের সম্পাদিত চুক্তি কার্যকরের দাবিতে মানববন্ধন করা হয়।
মানববন্ধন থেকে একই সাথে হোটেল,পাটকল,চিনিকরেডিমেড-গার্মেন্টস,পাদুকা (জুতা শ্রমিক),লোকাল গার্মেন্টস,সমিল,চা,রাবারসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের ন্যায়সম্মত দাবি পূরণ,আইনী সুরুক্ষা দিয়ে জাতীয় নিম্বতম ঘোষণা ও সেক্টর ভিত্তিক নিম্নতম মজুরি নির্ধারন এবং চাকুরিচূত্য বেকার শ্রমিকদের সামাজিক সুরক্ষার দাবি উঠে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনু, যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম,অমিতাভ প্রমাণিক,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মন্টু মন্ডল,কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মুক্তারউল ইসলাম মুক্তা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রাজবাড়ী জেলা শাখার জামাল, কানু কুমার দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন। তারা কর্মবিরতিতে যাওয়ারও হুশিয়ারি দেন।