গতকাল শনিবার (১৭ অক্টোব) সকাল ১১.০০ ঘটিকায় মাননীয় আইজিপি বেনজীর আহমেদের বিপিএম(বার) এর নির্দেশে সারা বাংলাদেশের প্রতিটি বিট এ একযোগে ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ডিসি মিরপুর এর নির্দেশে সিনিয়র সহকারী কমিশনার শাহ কামাল এর নেতৃত্বে বিট নং-০২, রূপনগর থানা, ডিএমপি ঢাকায় ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানএ উপস্থিত ছিলেন ০২ নং বিট এর ইনচার্জ এসআই অজয় দাস, সহকারী বিট ইনচার্জ এসআই শোয়েবুর রহমান, ৯২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ, রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি, সাধারন সম্পাদক, রূপনগর আরামবাগ জামে মসজিদের ইমাম মহোদয়, বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সরব উপস্থিতি।
রূপনগর থানা ডিএমপিতে বিট পুলিশিং সমাবেশ
উক্ত সমাবেশে ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী আইনের কঠোর প্রয়োগের সাথে সাথে জনসচেতনার বিষয়ে সকলের মতামত ব্যক্ত করেন। স্থানীয় ইমাম সাহেব ধর্মের আলোকে নারীদের সম্মান ও নির্যাতনকারীদের শাস্তির ব্যাপারে আলোকপাত করেন।
সভায় উপস্থিত জন সাধারনের সকলেই আইন-শৃঙ্খলা রক্ষায় রূপনগর থানা পুলিশের ভূয়সী প্রশংসা করেন। পল্লবী থানার এসি শাহ কামাল বলেন- রূপনগর থানা পুলিশ তথা পল্লবী জোনের সকল পুলিশ সদস্য জনগনের আইনী সেবা প্রদানে বদ্ধ পরিকর। করোনা মহামারীতে যেমন পুলিশ সদস্যরা নিস্বার্থভাবে কাজ করেছে তেমনি যে কোন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত।
আইজিপি ডঃ বেনজীর আহমেদ বিপিএম(বার) নেতৃত্বে পুলিশ সত্যিকার হতেই জনবান্ধব ও জনতার পুলিশে পরিনত হচ্ছে। তিনি তার নতুন সরকারী মোবাইল নম্বরটি সবাইকে প্রদান পূর্বক যে কোন সময় আইনগত সেবার জন্য যোগাযোগ করার অনুরোধ করেন। পরে সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে তিনি সমাবেশের সমাপ্তি ঘোষনা করেন।