পাংশা উপজেলার নির্বাহী অফিসার ও পুলিশের অভিযানে ইলিশ মাছ ধরার অবৈধ কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
হাবাসপুর খেঁয়া ঘাটের পাস থেকে নৌকাটি মাছ ধরা অবস্থায় জব্দ করা হয়। আটক করা নৌকাটির মাঝিকে আটক করা যায় নি। নির্বাহী অফিসার ও পুলিশদের দেখে নৌকার মাঝি জাল ও নৌকা রেখে পালিয়ে যায়। পরে নৌকাটি জব্দ করে ফুটা করে দেয়া হয় ও জাল পুড়িয়ে দেয়া হয়। মোট ১৬০০০ টাকার জাল পুড়ানো হয়। নৌকাটি থেকে দুইটি বাটন ফোন সিমসহ ও নগত ১৬০০ টাকা জব্দ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বলেন, আমরা বিকাল ৪ টার সময় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার্থে অভিযান চালাই। নদীতে তেমন কোনো নৌকা দেখতে পাইনি। ১টি নৌকা ছিল তাও সেটা পাবনা জেলার নৌকা, সেটাই আমরা জব্দ করেছি। তিনি আরো বলেন মা ইলিশ রক্ষার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আলামীন হোসেন শাকির
পাংশা প্রতিনিধি