শিরোনাম
গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি আটক গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গোয়ালন্দে সঞ্চারণ সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষককে অফিস থেকে বের করে দেওয়া সেই দুই কর্মকর্তাকে বদলি কখনো ম্যাজিস্ট্রেট, কখনো মেজর পরিচয়ে প্রতারণা করতেন মুক্তা পারভিন প্রেম করে বিয়ে, স্বামীর হাতেই মৃত্যু  ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ টি ফেরি ও ২২ টি লঞ্চ চলাচল করবে শাশুড়ীকে হত্যার দায়ে পুত্রবধূ ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

দৌলতদিয়াতে নৌ পুলিশের অভিযানে মা ইলিশ রক্ষায় অবৈধ কারেন্ট জাল সহ আটক ১

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

0Shares

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে ইলিশ মাছ ধরার অবৈধ কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত কাঠের নৌকা সহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তির নাম মোঃ সাদ্দাম সরদার (৩৫), পিতা মোঃ শাহজাহান সরদার, সাং- দৌলতদিয়া আইনদ্দিন বেপারী পাড়া।

গোয়ালন্দ ঘাট থানায় আটক ব্যাক্তি সহ মোঃ নুরু মৃধা(৫০), পিতা মৃত মুনছুর মৃধা সাং- দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া, কে আসামি করে মৎস্য রক্ষণ ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৫(২)(খ) ধারার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আটক ব্যাক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

দৌলতদিয়া নৌ পুলিশের ইনচার্জ মোঃআঃ মুন্নাফ বলেন, আমার নেতৃত্বে সঙ্গীয় ৭ জনের একটা দল ১৬ অক্টোবর সন্ধার দিকে একটি স্পিডবোট যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করি। পদ্মানদীর মাঝখানে কলাবাগান নামক স্থানে একটি ইলিশ মাছ ধরার নৌকা দেখতে পাই এবং স্পিডবোট যোগে তাদের কাছে গেলে দেখতে পাই এক নম্বর আসামি মোঃ সাদ্দাম সরদার নদীতে অবৈধ কারেন্ট জাল ফেলে এক প্রান্ত ধরে বসে আছে। পুলিশ দেখে দুই নম্বর আসামি মোহাম্মদ নূরু মৃধা নদীতে ঝাঁপ দিয়ে কিনারায় উঠে পালিয়ে যায়। ১ নাম্বার আসামী কে আমরা আটক করি এবং জাল টেনে তুলি। তার কাছ থেকে সর্ব মোট ২৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করি যার আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে মৎস্য রক্ষণ ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২)(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক একজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg