আজ বৃহষ্পতিবার ( ১৬ অক্টোবর) বনপা’র (বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল) এসোসিয়েশন ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী। ঘরোয়া পরিবেশে রাজবাড়ী সার্কেল ও রাজবাড়ী টেলিগ্রাফ অফিসে পালন করা হলো বনপা’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী টেলিগ্রাফের সহ-সম্পাদক জহুরুল ইসলাম হালিম, নির্বাহী সম্পাদক রনি মন্ডল,রাজবাড়ী টেলিগ্রাফের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য ও রাজবাড়ী জেলাবার এ্যাসোসিয়েশন এ্যাডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন সালেহ, শেখ সাদী, রাজবাড়ী টেলিগ্রাফ সাংবাদিক সুজন বিষ্ণু ও শুকান্ত বিশ্বাস এবং সজীব শাহরিয়ার।
কেক কেটে বনপা’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।