রাজবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ঢালার চরের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী মন্ডল (৮০) আজ বুধবার সকালে ঢাকা কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া নিল্লাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, নাতি নাতনী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাজবাড়ী শহরের বিনোদপুর(তরকারি আরৎ সংলগ্ন) গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
বিকেল পাঁচটায় রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানের জানাজার নামাজ শেষে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে শহরের আটাশ কলোনী কবরস্থানে দাফন করা হয়।