সাবেক সহকারী শিক্ষক খগেন্দ্র নাথ দাস আর নেই

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

0Shares

নিজস্ব প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলা ছোট ভাকলা ইউনিয়নে চর কাঁচরন্দ ও ১৬ নং চর বরাট শিশু সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের সাবেক সহকারী শিক্ষক খগেন্দ্র নাথ দাস (৯০) আজ (১৪ অক্টোবর) বুধবার সকাল সাড়ে ৬ টায় তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরোলোক গমন করেছেন(দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)। মৃত্যুকালে স্ত্রী, ভাই, ১ ছেলে, ২ মেয়ে সহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ বিকাল ৪ টার সময় পাঁচুরিয়া হাজরা তলায় শেষ কৃত‍্য অনুষ্ঠিত হয়। খগেন্দ্র নাথ দাসে মৃত্যুতে গোয়ালন্দ প্রাথমিক বিদ‍্যালয় শিক্ষা কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন সংগঠন বৃন্দরা শোক প্রকাশ করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg