অটো চালাতে গিয়ে ১৪ দিন যাবত নিখোঁজ গোয়ালন্দের যুবক

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ১২৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

0Shares

গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ড কাজী পাড়া গ্রামের মোঃ জয়নাল শেখের ছেলে মোঃশহীদুল শেখ ওরফে (বুদ্দু)গত
১ অক্টোবর বৃহস্পতিবার সকালের খাবার খেয়ে পরিবারের কাছে ফরিদপুর গিয়ে অটো চালানোর কথা বলে বাড়ি থেকে বের হন। তার পরিবারে বাবা,মা এবং ৪ ভাইবোন। বাড়ি থেকে বের হবার কয়েক ঘন্টা পর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

শহীদুল শেখের পিতা জয়নাল শেখ রাজবাড়ী টেলিগ্রাফ কে বলেন, আমার ছেলে গত ১ অক্টোবর বৃহস্পতিবার সকালের খাবার খেয়ে ফরিদপুর অটো চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। আমরা বাড়ি থেকে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। আমরা ভাবতে থাকি ফোনে চার্জ না থাকার কারনে হয়তো বন্ধ আছে। কিন্তু পরে আবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে যে গ্যারেজে অটো চালানোর জন্য যাওয়ার কথা ছিল সেখানেও যাই কিন্তু সেখানে গিয়ে তাকে পাওয়া না গেলে আমরা আমাদের ফরিদপুরের আত্বিয় স্বজনদের বাড়িতে খোঁজ নেই সেখানেও তাকে খুজে না পেলে তখন আমাদের মধ্যে সন্দেহের ডানা বাধে।আমরা বার বার ফোন দিতে থাকি কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনা। তার পর থেকেও অনেক খোঁজাখুুঁজি করতে থাকি।নিজেরা খোজার কারণে থানায় গিয়ে কোন অভিযোগ করিনাই কিন্তু এতদিন কোন সন্ধান না পাওয়ায় আমরা চিন্তিত। আগামীকাল ১৫ অক্টোবর গোয়ালন্দ ঘাট থানায় একটা অভিযোগ পত্র দেয়া হবে।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg